Wednesday, September 30, 2015

একটা জীবন

একটা জীবন
..............  ঋষি
========================================
তোকে নিয়ে যে কবিতা লিখবো
সেখানে প্রেম বলে যদি কেউ আটকে থাকে
আমার কি দোষ।
জীবন থেকে বেঁচে যাওয়ার মানে
ঢালাও নিমন্ত্রণ
প্রতিদিন শেষ বেলায় আশার জীবন।

আমি তো শেষ থেকে শুরু করি
তোকে আমার বেশ লাগে।
কোনো বারন্দায় দাঁড়িয়ে স্বপ্ন দেখিস তুই
খোলা বুক।
আর বুকের ভিতর আটকে ত্রিফলা
সমস্তটা শুষে নিয়ে।
একটা জীবন যদি এমন কেটে যায়
সময়ের সাথে।
চুপি চুপি
তোর পাশে লুকোনো অধিকারে।

তোকে নিয়ে কবিতা লিখবো
পাতায় পাতায় রঙিন আদুরে তুই
আমার প্রেম।
জীবন থেকে যদি সময় চলে যায়
এমন করে
প্রতিদিন শেষ বেলায় আমার স্বপ্নে তুই। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...