Sunday, September 13, 2015

ক্ষমা করা যায় না


ক্ষমা করা যায় না
............ ঋষি
============================================

ক্ষমা কি করা যায়
পাশাপাশি চলে যাওয়া বহুদূর গন্তব্য থেকে,
একলা কি ফেরা যায় কখনো।
দুটো ইস্পাত পাশাপাশি পাতা দুরান্তরে
কত ট্রেন আসে যায় ,
অথচ রেললাইন দুরত্ব কমে না  ,আবার বাড়েও না কখনো।

সেদিন আকাশের দিকে তাকিয়ে
জানলায় ফিরে গেছি ,পুরনো শৈশব আর পড়ন্ত রৌদ্র।
জন্ম ,মৃত্যু আর হাট্টিমাটিম টিম
ওরা আছে পাশাপাশি রেললাইন।
কোকিলের ডিম কাগের ঘরে আর কাগেরটা নিজের
তা দিয়ে যাই।
সময় পুড়ে যায় ,আসে যায়  কতবেলা
অথচ ক্ষমা তো করা যায় না।
অথচ ক্ষমা করাটা নিত্যনতুন ভাবনার মতন
ভীষণ মারাত্নক।

পাওয়া না পাওয়া
পাশাপাশি চলে যায় বহুদূর।
হাত ধরে বন্ধুর ঘরে তুমুল হৈহুল্লোর ,তাসের ঘর
ভেঙ্গে তো পরে বারংবার।
যেমন তাসের টেক্কা ,বিবির ঘাড়ে আর বিবির হুকুম গোলামের
আর ক্ষমা শুধু নামের। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...