Wednesday, December 9, 2015

এ কেমন বাঁচা

এ কেমন বাঁচা
................ ঋষি
===============================================

দুর্গন্ধ নাকে লাগে
কর্পরেসানের ল্যাট্রিনের সামনে অসংখ্য মূল্যের লুটোপুটি।
প্রতিবাদ বাড়তে থাকা ট্যাক্সের মতন বার্ষিক
কিন্তু ব্যবহার  কই।
ঠুনকো  মূল্যের মূল্যবোধ সব বিকোয়
সময়ের দরজায় হাতে হ্যারিকেন বিকৃত মানুষ।

সদ্য জন্মানো বেওয়ারিশ ভ্রুণের বেজন্মা তকমা
সময়ের নোটিস বোধে ,মানুষের বোধে অলিখিত জ্ঞান।
যেটা তোমার নয়
মাথা ব্যাথা  কিসের।
সার্বিক সময়ের দরজায় ছিটকিনি দিয়ে মুখে কুলুপ আঁটা
সাজানো প্রতিবাদ।
মোমবাতি মিছিল
মোমবাতি কোথাও  ঢুকে যায় বিক্রিত পশুত্বের নিয়মিত ধর্ষণ।
ধর্ষণ কোনো শব্দ নয় একটা আসুরিক অহংকার
অন্ধকারের বীজ বুনে যে জন্ম আসে।
প্রথাগত হিসেবের বাইরে তা নষ্ট ,,নষ্ট জন্ম
আমাদের প্রত্যকের ভিতরে মরে থাকার বীজ।

দুর্গন্ধ নাকে লাগে
নিজের ভিতর পুরাতন মরে যাওয়া শীতল শরীরের স্পর্শে।
আজকাল যখন তখন তন্দ্রা নামে
অন্ধকারে নেমে আসে রক্তাক্ত সময়ের তলোয়ার।
খান খান করে মানুষের বুক,তলপেট ,অস্তিত্ব ,জন্ম
আর চিত্কার এ  কেমন বাঁচা।


No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...