Thursday, December 10, 2015

ক্রমশ মৃত্যুতে

ক্রমশ মৃত্যুতে
................ঋষি
=====================================================
সত্যিগুলো লুকিয়ে আছে
ঠিক তোর মতন সময়ের শরীরে ঘামের গন্ধে।
বিদেশী পারফিউম ,বিদেশী নীল চোখ ,বিদেশী মদের বোতলের
নেশার ভিতর কোথাও একটা সত্যি আছে।
আয়নার সামনে সদ্য স্নাত কিশোরী ভ্রুনে
হামাগুড়ি দেওয়া ম্যাজিকে।

এগিয়ে আসছিস তুই আমার দিকে
তোর খোলা চুলে ,তোর উষ্ণ বুকে ,তোর অবয়বে একটা ওষুধ ওষুধ গন্ধ।
অনেকটা সেই মেডিকেল স্টোরে পাওয়া একটা বিষন্নতা
সত্যি আসছিস তুই এগিয়ে।
কোনো পাহাড় থেকে গড়িয়ে নামা স্বপ্ন নদী
কোনো মরুভূমিতে তৃষ্ণার্ত ক্যাকটাসের গায়ে।
হয়তোবা শহরের সব থেকে উঁচু টিলার উপর দাঁড়িয়ে দেখা রাত্রির শহর
একটা স্নিগ্ধতা।
একটু বাঁচতে চাওয়া
খুব গোপনে নিজের বুকের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রনাদের চিত্কার।
হয়তো একটা অহংকার
বার্ধক্যের চামড়ার এক অজিব কিসসা।

ম্যাজিকাল প্রলেপ দেওয়া সময়ের দূরবীনে
ক্রমশ  দূরত্ব কমতে থাকা মৃত্যুর আজব ঝংকার।
চোখের পর্দায় লেগে আছে খিদে সময় থেকে পালাবার
কোনো অনিয়মিত ,অনিয়ন্ত্রিত হৃদ্দিক সংকল্প।
সদ্য ঋতু প্রাপ্ত কিশোরীর উরুতে লুকোনো উল্কি
মৃত্যুধীন সময় তোর মতন। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...