Thursday, December 3, 2015

খিদের গুনগান

খিদের গুনগান
......................... ঋষি
==================================================
খিদে একটা অসভ্য ,বর্বর শব্দ ডিকসানারির প্রাচীরে
আর প্রাচীর ভেদ করলেই  বেড়িয়ে  পরে নগ্নতা।
চোখে আঙ্গুল দিয়ে দেখাই
নাকি শুধু দেখবেন টিভি সিরিয়ালের প্রতিটা ব্রেকে।
দাঁড়ান ব্রেক মারি
না হলে সত্যি বলার দোষে জানটা যেতে পারে।

প্রতিদিন তো চলি ,আবার চালাই
কি চালাই ?
আরে একটা দেশ চলছে দেখতে পারছেন না।
কত খিদে
কিন্তু কি জানেন খিদের নির্মমতা সবাই ঢেকে রাখে
শরীরে হওয়া ঘা পেঁচরার মতন।
ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে অন্ধকার সভ্যতার দেওয়াল ঘেঁষে
ওটা একটা খিদে।
কি করে ?
একটা জন্তুর হাত নখ বার করে এগিয়ে আসবে মেয়েটার দিকে
বদলে মিটবে মেয়েটার পেটের খিদে।
ওই যে ছেলেটা দেখছেন ,আরে যার পড়ার বয়স  জুতো  পালিশ করছে
ওটা একটা খিদে।
কি করে ?
বাড়তে থাকা জনসংখ্যার একজন হয়ে বাড়িতে খিদের যোগান দিচ্ছে।
এমন কত আছে
যেমন ধরুন রাস্তার ধরে ভিখিরী মা ,কিংবা সেই ল্যাং খাওয়া প্রেমিক।
কিংবা সেই শরীর সর্বস্ব সম্পর্ক অথবা সাজানো সংসারের উনুন
সব এক একটা খিদে মশাই বুঝলেন।

খিদের গুনগান করতে বসে ভুলে গেলাম
সেই বহুমাত্রিক খিদে ব্ল্যাকহোল যেমন ধরুন  মানুষের  কথা বলা হলো না।
আরে মনুষ নিজেই একটা খিদে
যে খিদের স্রষ্টা ,যে খিদের ভোক্তা ,যে খিদের পূর্ণতা নিজে।
তবু বুঝলেন
খিদে হলো একটা শব্দ যেটা সর্বস্ব গিলে খায়। 

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...