Tuesday, December 8, 2015

আমাদের শহর

আমাদের শহর
................... ঋষি
==============================================
আমি পায়না ছুঁতে তোমায়
আমার শহর ছেড়ে আরো দূরে কোনো সাবেকি ভূমিকায়।
কোনো দেশের প্রাচীরে চিরদিনের তাচ্ছিলতা
কয়েকটা পতাকা উড়ছে।
ভিন্ন রঙের
ভিন দেশী তকমা লাগানো হৃদয়।

এখান থেকে শহর দেখা যায়
আমার বুকের বারান্দা ছুঁয়ে আরো বড় আকাশের তলায় এক জনপদ।
ব্যস্ত তোর মতন ,আমার মতন
হয়তোবা আমাদের মতন ছুঁয়ে যাওয়ায়।
সর্বত্র এক কোলাহল মাটি ছুঁয়ে মাটির গন্ধে এক নেশা
কয়েক ফোঁটা হারানোর কথা।
ভিজে মাটি
কয়েকটা পায়ের ছাপ.
হয়তোবা সদ্য জন্মানো সেই হামাগুড়ি
ছাপ ছেড়ে যায়
আমাদের বেঁচে থাকায়।

আমি পায়না ছুঁতে তোমায়
একবার ও একলা লাগে না আমি বলি নি।
শুধু বলছি
এই শহরে বৃষ্টি নামে নিজের মতন প্রয়োজনে।
বুকের বারুদে অসংখ্য বিস্ফোরণ বাঁচার প্রয়োজনে
আমার আর তোর মতন অসংখ্য স্পর্শে।

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...