Friday, December 4, 2015

কবিতার জন্ম

কবিতার জন্ম
................. ঋষি
================================================

কবিতার জন্ম নিয়ে হাজারো কল্পনা
কিন্তু অদ্ভূত কি জানো।
আমি বুঝি কলম যখম সমহিমায় সাদা কাগজের প্রেমে পরে
তখন কবিতার জন্ম হয়।
যেমনি হোক না একটা প্রেগনেন্সির দরকার হয়
তবে হয়তো আঙ্গুল কুমারী কলমকে প্রেগনেন্ট করে দেয়।

আচ্ছা আমরা তো সকলে প্রেগনেন্ট বলতে নারীকে বুঝি
কিন্তু নারী ছাড়া কি কবিতা ভাবা যায়।
যাক ভাবা যাক এক ম্যাজিক শহর
যেখানে নারী নেই।
মানে যেখানে খোলা বারান্দার ভিতর বারান্দা নেই
যেখানে বারান্দা থেকে আকাশ  দেখা যায় না
দেখা যায় না সবুজ পাতা।
কিংবা ধরো লেটুস দেওয়া স্যান্ডুইচে
দাঁত রাখলে
কেমন একটা অদ্ভুর বিপন্নতা বৃহন্নলার মতন।
ধুস  ভাবা যায় না
নারী ছাড়া কবিতা কখনো জন্ম নেয় না ,
একটা প্রেগনেন্সি দরকার হয়।

কবিতার কল্পনায় কলমের শরীরে শিহরণ
সাদা পাতায় প্রেমের মতন কিছু জন্ম হচ্ছে।
ছড়িয়ে পরছে কালি ক্রমশ
সারা পাতা জুড়ে অদ্ভূত শিহরণ মুহুর্তদের কারসাজি।
সার্থক সৃষ্টির সাথে পরিচিত নারী
কুমারী ভাবনায় সম্ভব।

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...