Tuesday, December 1, 2015

হিপোক্রেশী

হিপোক্রেশী
.................. ঋষি
============================================
স্পর্শ করে নিজের অস্তিত্বে হিপোক্রেট
কলমের বারুদে আমার বিস্ফোরণ।
সদ্য জাত বাড়ানো হাতের স্পর্শ না  পাওয়া
একটা যন্ত্রণা।
যন্ত্রণা একটা বদহজমের লিভারে বয়ে বেড়ানো পাথর
চেতনার আঘাত।
আঘাত নিজেদের বাঁচিয়ে রাখা পরজীবিদের ডেন্টাল প্রবলেম
আর দাঁতের গোড়ায় রক্ত ভাবনার।
কিসের কল্পনা স্বভাবচারিত ভাবনা হৃদয়ের কবিতায়
সম্ভবনয় তাই বাস্তবে পা।


বাস্তবের দুনিয়া
তামাম জ্ঞানীদের  এই দুর্ভিক্ষের  করা একটি প্রশ্ন
জীবন কি ?
তামাম ডিকসানারির সমস্ত রোল মডেলদের আমার প্রশ্ন
খিদে কি ?
আর মানুষ মানে আমার নিজের কাছে নিজের প্রশ্ন
দেশ কি ?
কি হবে উত্তর এদের ,
কেন জানতে চাই না আমি বা আমরা আমাদের হিপোক্রেশী
চুপ থাকতে হবে সবজান্তা বাঁচা।

বাড়তে থাকা পেট্রল শহরের ,ক্রমবর্ধমান জনসংখ্যার মামলায়
মানহানি শব্দটা আজকাল লোকাল ট্রেনের মতন।
মা লোকালের কামরার চিত্কার
সারা দেশ শুনছে।
কি বলছে খবর
খবর হলো বেজন্মাদের জন্ম হয় না।
নিজস্ব সেলফি স্ক্রীনে দাঁত কেলানো ছবি সবার থাকে
আসলে পরিচয় পাসপোর্ট নয়।
নিজস্ব অন্তর্নিহিত ক্রনিক্যাল দাঁত ব্যাথা সকলের থাকে
অথচ ফোঁকলা সকলে।



No comments:

Post a Comment

তোমাকে আমি যতটুকু চিনি

তোমাকে আমি যতটুকু চিনি তার থেকে বেশি চিনি না মাঝরাস্তায় ইদানীং হঠাৎ দাঁড়িয়ে পড়ি ভুলে যায় নিজের ঠিকানা তারপর হঠাৎ ভুলে যাওয়া থেকে একলা দাঁড়িয়...