Tuesday, December 8, 2015

জাস্ট বেঁচে থাকা

জাস্ট বেঁচে থাকা
........................ঋষি
==================================================
সাংঘাতিক ইশ্বর নাকি অন্য কেউ
নিজের বেঁচে থাকাটুকু অপাত্রে রাখা হেমলক হতে পারে।
সময়ের আয়তনে মাপ মতন জুতো দরকার
পায়ে পরার ,গলায় ঝোলাবার ,,, একটা প্রতিবাদ।
সকলের প্রয়োজন
অথচ সকলের পায়ে অন্য কারোর জুতো।

নিজস্ব সংবাদদাতার অনুন্নত পিছিয়ে থাকার খবর
হৃদয়ে কবর দিয়ে ,,,,লুকোবার চেষ্টা।
অনুন্নত পিছিয়ে যাওয়া উপজাতির সরকারী সাহায্যের মতন অকুলোনীয়
ভেসে যাচ্ছে কোনো শহর ,কোনো দেশ ,কোনো হৃদয়।
বন্যা ত্রাণে রিলিফের চালে কৃপনতা
তবু তাতেই বেঁচে থাকতে হয়।
অন্যের জুতো পরে ,অন্যের দেখানো পথে ,পা মিলিয়ে
কেতাবি সুর ,,,কদম কদম বরাহায়ে যা।
খালি পায়ে হাঁটা সম্ভব না
সময়ের চোখে লেগে থাকা পিস্তলের বুলেটে  তবে সামজিক নগ্নতা।
একটা অদ্ভূত হাস্যকর পরিস্থিতি
সম্ভব নয় ইসপার কি উসপার
জাস্ট বেঁচে থাকা।

সাংঘাতিক ঈশ্বর নাকি ব্যস্ত অসুরকুলের সাথে ঘাত প্রতিঘাতে অমৃত নিয়ে
মন্দিরের ঘন্টায় কোথাও লেখা নেই অসুরের নাম।
ঈশ্বর ,ইশ্বর, ঈশ্বর কোনো তৃতীয় ভেকধারির সাজানো ইচ্ছা
নাকি আমাদের।
মন্থনে উঠে আসা বিষ শুধু বেঁচে থাকে
সকলেই আমরা নীলকন্ঠ নিজেরদের মানচিত্রে ।

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...