Tuesday, December 1, 2015

একসাথে কোথাও

একসাথে কোথাও
................. ঋষি
===================================

সে কোথাও আছে  ,আমিও কোথাও
তুমি কোথায় আছো।
প্রশ্ন করলাম
উত্তর এলো।
আমিও আছি ,যেমন তুমি আছো
আমিও আছি ,যেমন সে আছে।

আমি ,আমি ,আমি
এই আমিত্বের মাঝে তুমি ,তুমি ,তুমি।
এই তুমিত্বের মাঝে
অন্য একজন  আছে আমাদের কাছে।
খুব প্রিয়
খুব কাছের।
প্রিয় স্পর্শ
প্রিয় হৃদয়।
তোমার কাছে আমি ,আর আমার কাছে তুমি
আর সে আমাদের কাছে।

সে কোথাও আছে  ,আমিও কোথাও
আমরা কোথাও আছি।
জীবন কোথাও
আমি ,তুমি , আর সে।
সংযোজিত জীবন
একসাথে কোথাও।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...