একসাথে আমরা
................ ঋষি
=====================================================
একটা নিয়ম তো থাকবে তোমার আমার ভিতর
কে আগে ,কে কতটা।
কেমন ভাবে ,কি ভাবে
কোনো প্রশ্ন রি উত্তর দিতে ইচ্ছে করছে না।
তোমার আমার ভিতর
সবটাই আমরা।
সেদিন থেকে আজ অবধি ,সেই মুহূর্ত থেকে এই মুহুর্তে
ঠিক কতটা তোমায় মিস করলাম প্রশ্ন নয়।
ঠিক কত বার ঝগড়া করেছি
ঠিক কতবার জড়িয়ে ধরে চুমু খেয়েছি।
তোমার বিদেশী পারফিউমের গন্ধে কেমন যেন আমি জড়িয়ে থেকেছি
এসব কোনটাই কিছু না।
কিছুরি সংখ্যা ,তত্ব ,বর্ণ প্রয়োজন নেই
তোমার আমার ভিতর।
শুধু একটাই কামনা
আমরা।
একটা নিয়ম তো থাকবে ভালবাসার ,কাছে আসার
কখন ,কোথায় ,কিভাবে।
তোমার হাত ধরবো ,তোমার পায়ে মাথা রাখবো ,কতটা সময়
এসব কোনটারই উত্তর আমার জানা নেই।
শুধু এইটুকু জানি
একসাথে আমরা।
................ ঋষি
=====================================================
একটা নিয়ম তো থাকবে তোমার আমার ভিতর
কে আগে ,কে কতটা।
কেমন ভাবে ,কি ভাবে
কোনো প্রশ্ন রি উত্তর দিতে ইচ্ছে করছে না।
তোমার আমার ভিতর
সবটাই আমরা।
সেদিন থেকে আজ অবধি ,সেই মুহূর্ত থেকে এই মুহুর্তে
ঠিক কতটা তোমায় মিস করলাম প্রশ্ন নয়।
ঠিক কত বার ঝগড়া করেছি
ঠিক কতবার জড়িয়ে ধরে চুমু খেয়েছি।
তোমার বিদেশী পারফিউমের গন্ধে কেমন যেন আমি জড়িয়ে থেকেছি
এসব কোনটাই কিছু না।
কিছুরি সংখ্যা ,তত্ব ,বর্ণ প্রয়োজন নেই
তোমার আমার ভিতর।
শুধু একটাই কামনা
আমরা।
একটা নিয়ম তো থাকবে ভালবাসার ,কাছে আসার
কখন ,কোথায় ,কিভাবে।
তোমার হাত ধরবো ,তোমার পায়ে মাথা রাখবো ,কতটা সময়
এসব কোনটারই উত্তর আমার জানা নেই।
শুধু এইটুকু জানি
একসাথে আমরা।
No comments:
Post a Comment