Thursday, December 3, 2015

আজ বহুদিন

আজ বহুদিন
..................... ঋষি
===================================================
বহুদিন তোমাকে  চুমু খাই নি
বহুদিন তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজি নি।
বহুদিন প্রশ্ন করি নি নিজেকে
কেমন আছি।
আজ বহুদিন হলো আমি উড়ে দেখি নি বিশাল আকাশে
শুধু নিয়ম হয়ে রয়েছি।

নিয়মিত বাজারে গেছি
আলু ,পেঁয়াজ ,সমাজ ঘেটে জীবিত রয়েছি।
নিয়মিত অফিস গেছি
সময়ের বিস্ফোরণ কান বন্ধ করে শুনেছি।
নিয়মিত হ্যা নিয়মিত
আমি ফিরে গেছি নিজের ঠিকানায় রাতের বালিশে।
অনিদ্রায় চোখে স্বপ্ন বুনেছি
দেখেছি স্যানি লিওনে নগ্ন দাঁড়িয়ে অন্ধকার ঘরে।
মশারির মশাদের চুপ রেখেছি
নিজেও চুপ ,
কারণ এ সব কথা কাউকে বলতে নেই।

 বহুদিন তোমাকে আদর করি নি সত্যি
সময়ের তফাতে সময় হয়ে রয়েছি।
নিজেকে বলেছি জীবন একটা সফর অর্থ অনির্দিষ্টকালীন পথচলা
যেমন আছি।
কেমন আছি আমাকে উড়ে দেখতে নেই আকাশে
শুধু আকাশের নিচে একলা পথ চলা।

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...