Sunday, June 3, 2018

এক কবি

এক কবি
,,,,,ঋষি
,,,,,   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি এক কবিকে রোজ দেখি একলা হাঁটতে
পাশে ঝোলানো শান্তিনিকেতনি ব্যাগ, যাতে একগাদা ইচ্ছে।
কবি স্বপ্ন দেখে স্বাধীনতার, সত্যি মানুষের
স্বপ্নে সে প্রতিদিন শহরটাকে বদলাতে চায়,বদলাতে চায় সময়কে।
হটাত মাঝরাত্রে ঘুম ভেঙে  শোনে বরফ ভাঙছে
প্রতিবাদ এগিয়ে আসছে যেন দাবানল, সমাজকে পোড়াবে।
,
কবির পায়ে ছেঁড়া চটি
সাক্ষী এই ধুলোর শহরে প্রতিদিন পথের সাথে বোঝাপড়ার।
কবির পকেটে চারমিনার
কবি একরাশ ধোঁয়া আকাশে উড়িয়ে প্রেমিকার মুখ ভাবে।
সে অবাক চোখে ভালোবাসা খোঁজে এই শহরে
এত বাড়িঘর এই শহরে,অথচ ভালোবাসার বাড়ি কই এখানে?
কবির নদীর পাশে একলা গিয়ে বসে
লিখতে চায় বাঁচার কবিতা, কাগজের পর কাগজ, তারপর আরও।
কবি দেখে কবিতার পাতায় ফোঁটা, ফোঁটা রক্ত সময়ের
কবি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে।
,
আমি এই শহরের এক কবিকে চিনি
যে বাঁচার স্বপ্ন দেখে,স্বপ্ন দেখে ভালোবআসার শহরের।
আজ ঘুমহীন চোখে কবিতা লিখছে কবি
একি, এ তো কবিতা নয়,মৃত্যুকে খোলা চিঠি।
কবির কবিতার খাতা রক্তে ভাসছে, ক্রমশ অন্ধকার
তবুও কবির চিঠির শেষ লাইনে প্রিয়তমা ভালো থেকো।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...