মন ভালো নেই(২)
,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,, ,,,
হাজারো প্রশ্নপত্র তোলা আছে
তোলা আছে পৃথিবীর আবৃত সবুজ তোমার চওড়া বুকে।
আজ মন ভালো নেই তোমার
আজ অসহ্য গরমে শহরের অলিতেগলিতে হাঁসফাঁস।
আমার কপাল বেয়ে গড়িয়ে নামা জীবন
আমাকে ভাবাচ্ছে তুমি ভালো নেই।
,
তোমার হাসির শব্দ
এখন মনেপ্রানে বৃষ্টি চাইছে আমার শহরে।
আজ শহরের কাব্যে আমাকে বারংবার ফিরিয়ে দিচ্ছে তোমায়
তোমার চুলের গভীরে আমার আঙুলগুলো আগলাতে চাইছে।
শহরের রাস্তায় প্রতিদিনকার মত স্ট্রীটলাইট
বড় আবছা লাগছে চোখে।
শহর ভিজতে চাইছে আমারি মত
কারন জানো তোমার মন ভালো নেই।
,
প্রশ্নের সারি দেওয়া উত্তরগুলো শহরের আনাচেকানাচে
পৃথিবী সরতে থাকা গতিতে নিয়মিত।
অথচ আজ মন ভালো নেই তোমার
প্রশ্নটা জানি কিন্তু উত্তরগুলো তোমার অজানা নয়।
আজ আমি মনে প্রানে বৃষ্টি চাইছি,চাইছি ভিজতে
এই মন খারাপের রোগ,আয় বৃষ্টি ঝেঁপে।
Sunday, June 17, 2018
মন ভালো নেই(২)
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment