পাগলামি(১০)
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভীষন ইচ্ছে করে
চাঁদকে সাক্ষী রেখে তোমাকে একবার চুমু খেতে
চাঁদ লজ্জা পাক তবে।
ইচ্ছে করে
সুর্যকে চোখে রেখে তোমার চোখের গভীরে তাকাতে
সুর্য মুখ ঢাকুক তবে।
,
ভীষন বোকা বোকা, তাই না চলন্তিকা
আসলে তোমার প্রতিটা আদরের ঘুম ভাঙে না কিছুতেই।
তোমার পায়ের নুপুর কেন যেন সারাদিন কানে বাজে
মনে হয় হাওয়ার ছুঁয়ে যাওয়ায় শুধুই তুমি।
পাগলামি তাই না চলন্তিকা
বেশ তো তবে না হয় পাগল হলাম আমি।
আমার শহরে আজকাল শুধুই তুমি থাকো
যেমন সকালের সুর্য আর রাতের চাঁদ।
,
ভীষন ইচ্ছে করে ভাবতে
এক রুপকথা,সেই রাজপুত্র,পক্ষীরাজ আর সময়
তুমি সেই রাজকন্যা।
ইচ্ছে করে
অন্তত একটা সকাল এমন আসুক পৃথিবীতে আর কেউ নেই
শুধু তুমি,আমি আর আমার ইচ্ছেরা।
Sunday, June 3, 2018
পাগলামি(১০)
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment