Tuesday, June 19, 2018

ভালোবাসি ডট কম

ভালোবাসি ডট কম
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

তোমার শহরে ছারপোকার বাস
আমার ভয়, তোমার স্বপ্ন  অভিঘাত।
দশক শুন্য ছাপাতন্ত্রের প্রেম
তোমার যোনিতে আমার সবুজ অভ্যাস।

তোমার স্বপ্ন আমার স্বপ্ন হোক
সময় জুড়ে কালিমাখা এই শোক।
সস্তা কামড়ে সতীত্ব হাহাকার
সমাজ শব্দে অন্ধকারের এক রোগ।

তোমার ঠোঁটেতে ঘুম ভাঙা এই ভীড়
রক্ত সময়ে নীরব কিছু রঙ।
বুকের সাথে বুক ঠেকিয়ে বাঁচা
সহবাস নয় ভালোবাসি ডট কম।

আমার শহরে শপথের ল্যাম্প পোস্ট
তোমার শুধু আশ্রয়ের বাসা বাঁধা।
আবাল সময়ে ঘুরছে ভাগারি ভূত
সস্তা নাটকে ছদ্মবেশী সাজা।

আমার শহরে ইমম্যাচিওর রঙ
সময় আগলে পুরনো জানলায় জং।
নগ্ন হৃদয়,নগ্নতার এই লোভ
একলা বাঁচা সাজানো পরিশ্রম।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...