Tuesday, June 12, 2018

ছোঁয়া, না ছোঁয়া

ছোঁয়া,না ছোঁয়া
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ছোটবেলায় টিভীতে দেখা শারুখখানের ভাসানো হাত
এটাই ভালোবাসা,অবাক হয়েছিলাম,তারপর বাড়িয়েছিলাম হাত
কি আনন্দ,এটাই ভালোবাসা।
,
বয়স হচ্ছে, মাথার চুল একটা, দুটো করে সাদা
এর মধ্যে বাড়িয়েছি হাত হাজারোবার।
স্কুলে পড়তে দিদিমুনিকে বলেছি ভালোবাসি
দিদিমুনি চুমুতে 'চুমুতে ভরিয়ে দিয়ে বলেছিল পাকা ছেলে।
কলেজে হাজারবার বাড়ানো হাত ধরলো কতজন
চুমু হয়েছিল,হয়েছিল শিরশিরানি
আজ তাদের অনেকের মুখ মনেও পরে না।
বিয়ের রাতে বউকে বলেছি ভালোবাসি
বউ চুমু খেয়ে বলেছিল ভালোবাসি তো।
কিন্তু ভালোবাসা?
,
এখন বুঝি ছোটবেলায় ঠিকই বুঝেছি
ভালোবাসা মানে হাওয়ায় ভাসানো হাত,শুধু ছুঁয়ে থাকে
যেটা আনন্দের,কিন্তু ভালোবাসাকে ছোঁয়া যায় না।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...