Thursday, June 14, 2018

বেরঙ

বেরঙ
,,, ,,, ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কি হবে যদি এইমুহুরতে তুমি আসো
সামনে পড়ে থাকা আসন্ন নতুন সকাল,নতুম দিগন্ত।
আজ কি বৃহস্পতিবার
এখন তো রাত, বৃষ্টি পড়ে নি আজ, থ্যেতলানো চাপা গরম।
পুরনো বালিশ আগলে আকাশের সিলিঙ এ রুপকথারা
যেন শৈশব হাতড়ানো তুমি।
,
কি হবে যদি তুমি এই সময়য় বাড়াও তোমার হাত
আমার আগুনের পাশে বসে দিন যায়।
উঠে বসি,জানলার কাছে গিয়ে বসি
আকাশের চাঁদে অজস্র দাগ,যেন দাগী আসামী।
সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুরনো কবিতার পাতা
তুমি তো হাজারবার চলন্তিকা এসেছো আমার কাছে
আমি শুধু পুড়েছি কবিতার খাতায়।,
,
কি হবে এই মুহুরতে যদি তুমি আসো
অন্ধকার নিস্তব্ধ শহড়ে আজ শুধু পড়ে থাকা শোক।
মৃত শতাব্দী , মৃত আমরা কফিনে ঢাকা আভরন
শুধু কিছু আশা লুকোনো ভালোবাসা।
পুরনো কিছু ক্যানভাসে ফিকে হতে থাকা জীবনলিপি
সবকিছু বাসি হয়ে যায় শুধু মুহুরতো ধরে বাঁচা।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...