Sunday, June 24, 2018

সুতরাং

সুতরাং
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সুতরাং দিয়ে শুরু করছি
দেওয়াল ঘড়িটা তার নির্দিষ্ট সময়ে জানান দিল রাত দেড়টা।
পাশে ঘুমন্ত শহরকে সাক্ষী রেখে আমি পেঁচার চোখ
চাপা গরম,বৃষ্টি নেই বহুদিন।
জানলার রেলিং ভেঙে চাঁদের জ্যোস্ন্যা যেন ঝাঁপিয়ে পরছে
যেমন তুমি ঝাঁপিয়ে পড়ো উথালপাতাল সমুদ্রের হাওয়া।
,
সুতরাং ঘুম নেই
আকাশের সিলিংবন্দী গ্রহ নক্ষত্ররা সব সাক্ষী আমি জীবিত।
জানলার পাশে টেবিলে পড়ে থাকা গীতবিতান
আর তার নিরিবিলি নক্ষত্র, তোমার চিঠিটা লুকোনো।
তুমি ভালো আছো,এমনটাই লেখা তাতে
আর ছড়ানো আছে কিছু শিউলি ফুল তোমার কলমে।
এক ঝলকে এইমুহুর্তে ভেসে এলো শিউলির গন্ধ
তোমার জংলা পাড়ের শাড়ী,মেটো রঙ,কেমন একটা ঘুম ঘোর।
,
সুতরাং দিয়ে শেষ এখন
দেওয়াল ঘড়ি জানান দিল সুর্য উঠবে এখন।
শহরটা জেগে উঠছে, বাইরে কিচির মিচির পাখির শব্দ
আলো ফুটছে রোজকার।
আমি দরজা খুলে বারান্দায় সদ্য আরমোড়া ভাঙা সকাল
মনের মধ্যে কেউ বলে উঠলো তুমি ভালো আছো।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...