ঈশ্বরকথা
,,, ,,,, ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালো আছি কবিতা নিয়ে
দিনগুলো মুড়ির ঠোঙারর মত রাস্তার ধারে।
আমার কিছু এসে যায় না
খিদে পায়,ঘুম পায় নিয়মিত আর পায় তোকে।
সকাল, সন্ধ্যে অদৃশ্য মৃতপ্রায় একটা স্বপ্ন হাতছানি দেয়
শুনতে পাই তুই আমায় ঈশ্বর বলে ডাকছিস।
,
এখন আমি বেশ ভালো আছি
চারদিকে কবিতা ঠাসা বইয়ের আলমারিগুলো অনেকটা জীবন।
কিন্তু কি জানিস নিস্কাম ভালোবাসা ঈশ্বর চায় না
আর আমি তো মানুষ হতে চেয়েছি।
চেয়েছি একটা রক্ত, মাংসের তোকে,আমার কবিতার মত
সুখে,দুঃখে চিরকাল তোকে জড়িয়ে বাঁচতে।
আসলে তোর মিশরিয় বুকের সুবাস, তোর আখরোট ঠোঁট
আমাকে কাছে টানে আর মনে করায় তোকে।
,
ভালো আছি কবিতা নিয়ে
দিনগুলো শহরের রোদে পুড়ে আজ অনেকটা পরিনত।
পরিনত আমার কবিতার পাতায় আজ অনেক পাঠক
অনেকেই তো কবি বলে চেনে।
তুইও তো আমায় কবি বলে চিনতিস, তারপর কাছে এলি
আর আমি ঈশ্বর হয়ে গেলাম ।
Tuesday, June 19, 2018
ঈশ্বরকথা
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment