আমি ভালো আছি
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সব ঠিক হয়ে যাবে
আরে বাবা মানুষ তো খারাপ দিন আসে।
আমি অবাক হয়ে চেয়ে থাকি তোমার দিকে
বাইরে আঁকার স্যার রাস্তা পার হয়,তুমি মুখ লুকোও।
কিভাবে ঠিক হবে চলন্তিকা?
আমি ডুবে যাই ক্যাফেটেরিয়ার কফি কাপে
পাশের টেবিলে প্রেমিক স্বপ্ন আঁকছে মেয়েটার শরীরে।
,
তুমি হাত তা বাড়িয়ে দিলে
বাড়ি যেতে হবে পাঁচটা চুয়ান্ন ছুঁয়ে তড়িঘড়ি।
তুমি ছুটছো
বসার ঘরে তোমার টাঙানো গীটার একমনে সুর ভাজছে
উই স্যাল ওভার কাম।
তোমার ঠোঁটে ঘাম, ভীষন টয়লেট পেয়েছে
সময়ে পৌঁছে যাবে।
আমি কফি কাপে ঠোঁ ট দিয়ে পুড়ে যাচ্ছি
বিষাক্ততা জীবন শহরে আশা।
,
সব ঠিক হতেই হবে
চলন্তিকা তোমার বাকি সেরিমিকের কাজটা একলা দাঁড়িয়ে।
আমি অবাক হয়ে ভাবি
তোমার সব অসমাপ্ত গল্পগুলো শেষ হয়ে গেলে তুমি কি করবে।
আমি খুব ভালো আছি চলন্তিকা
শুধু আঁকার খাতায় আঁকিবুকিগুলো তুমি হয়ে যাও
আর শহরে স্বপ্নগুলো কখন যেন কষ্ট।
Saturday, June 9, 2018
আমি ভালো আছি
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment