উন্মাদ
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১
তোমার আঁচলে সন্ধ্যা প্রদীপ জ্বালা
চোখে চোখে চোখে কথা,অন্ধকারে একা।
নগ্নতা তাই সভ্যাতারি ব্যাথা
দূর বহুদূর মানুষ সাজতে থাকা।
২
জংলী হৃদয়ে পাশবালিশের ফের
নিজের গলিতে কুত্তাগুলোও শের।
নগ্ন সমাজ ঘোমটাই মুখ লুকোয়
হাড়,মাংস আর জ্বালা, যন্ত্রনার ভীড়।
৩
তোমার কবিতা আমারি সম্বল
তোমার ঠিকানা হৃদয়ের বালুচড়।
জীবনানন্দ কেঁদেফেরে বাংলায়
অবুঝ হৃদয় ধানসিঁড়ি নদী ঘর।
৪
তোমার বুকেতে সভ্যতা জঞ্জাল
হাজারো কবিতা,একলা কাটানো রাত।
কখনো তুমি বনলতার প্রিয় মুখ
কখনো আমি প্রেমিক উন্মাদ।
No comments:
Post a Comment