Sunday, June 24, 2018

মুসাফির

মুসাফির
,,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ছোটবেলায় ঘর ছেড়েছিলাম একদিন
আজ আবার তোমার জন্য ছেড়েছি।
সহাস্য বেদুইন
যেমন ঘর ছাড়া মুসাফিরের খোঁজের কোনদিন শেষ নেই
তেমন তোমার তল পাই না খুঁজে।
,
এ শহরে সভ্যতা খুব সচেতন
অথচ জানো চলন্তিকা এ শহরে ভালোবাসার ঘর নেই।
এ শহরে গড়িয়ে নামা ঘামের পরে হয় তো বৃষ্টি আসে
কিন্তু শুকনো শহর তৃষ্ণায় চিরদিন।
এ শহরে উৎসব খুব নিয়মিত
কিন্তু তালহীন সুর যেমন কানে লাগে, উৎসবের আনন্দ তেমন দিশাহীন।
আর আমি ঘর ছাড়া মুসাফির
যার শুধু বাঁচার রোগ, রোগ পাগলের মতো তোমাকে ভালোবাসার।
,
ছোটবেলার সেই ঘর আজ কবিতা
আর বাঁচার রসদ শুধুই তোমার কবিতা।
সহাস্য বেদুইন
যেমন বেদুইনের হারাবার লোভ হাজারো শহর
ঠিক তেমন আমার খোঁজ তোমার অতল গভীরতা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...