ডানা ভর্তি কবিতা
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মাটিতে পা দিয়ে নিরুদ্দেশ স্বপ্ন
ডানা ভর্তি কবিতা।
তোমার ডানায় অক্লেশে রাখা কিছু প্রশ্রয়
আমি আজ কবিতার ফেরিওয়ালা।
আজ কিছু আকাশ উহ্য থেকে যায় বহুদুর
আর বাতাসে বাউলের গান।
,
শতাব্দী গড়িয়ে ফিরে আসা বৃষ্টি দিন
আমার শহরে জল জমা স্বভাব।
তোমার শাওয়ারের জলে বাজতে থাকা গীটার
জমা বাস্প, ভিজতে থাকা বুক।
নিস্তব্ধ ছাতার নিচে আমার লাল, নীল কবিতা, অজস্র ভেজা
অজস্র ইচ্ছারা কলমের নিবে ভিজে শহর লেখা।
তুমি ঠিক বুঝতে পারবে চলন্তিকা
বৃষ্টির শব্দে,ভেজার অন্তরে আমি থাকবো ঠিক।
তোমার বুকে বিষাক্ত কালো দাগ
মনে করাবে আমায়।
,
মাটিতে পুঁতবে গাছ
আমি ঠিক বৃক্ষ হয়ে মেলে দেবো একলা আকাশ।
আমার ঝুড়ি ভর্তি কবিতা
তোমাকে জড়িয়ে থাকবে যেন কোন আড়াল।
আর তারপর
আমার কথারা ফুরোবে,ফুরোবে দিন রোজকার মতো।
Saturday, June 30, 2018
ডানা ভর্তি কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment