প্রতিশ্রুতি
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার মৃত্যুতে ঘুম নেই আমার
এক মুহুর্তে পৃথিবীর বেচাকেনা সব শেষ হয়ে যায়।
জানি আমাদের ঘরবাড়ি কিছু নেই
নেই চলার পথে কোন দিগন্তিকা অনুরণন।
তবু আমি তো আছি
তবে চলন্তিকা এমন কথা তুমি মুখে আনো কি করে?
,
বছর পেড়োবে তারপর দিন
হয়তোবা আমরা তখন ইতিহাস হারানো কোন নীরবতা।
কিন্তু মনে রেখো আমরা তখনও বেঁচে
আর বেঁচে আমাদের প্রতিশ্রুতি।
তুমি জানো চলন্তিকা নিঃশব্দের মাঝেও একটা শব্দ লুকোনো
সেটা না বলা।
সব না বলা যেদিন একের পর এক ভাবনার ডানা
তখন আমি,তুমি আকাশের পাখী।
আর আকাশ যে চিরদিনের
আমি, তুমি শুধু সেই আকাশের মুসাফির,নিঃশব্দ।
,
না এ হতে পারে না
তোমার মৃত্যু আমায় ছাড়া যে বড় বেমানান।
জানি আমাদের বাঁচাগুলো শুধু চলতে থাকা কবিতা
কিন্তু চলন্তিকা স্বপ্ন ছাড়া কবিতা হবে কেমন করে।
কেমন করে আমি বাঁঁচবো তোমার কবিতা লিখবো বলে
না চলন্তিকা এমন কথা আর মুখে এনো না।
Sunday, June 24, 2018
প্রতিশ্রুতি
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment