আদিম
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার গাড়ী কেনার সাধ
মানুষের মত,মস্ত মানুষ।
সময়ের গায়ে আঙুল দিয়ে লেখা ধুলো জমা শহর
আসলে মানুষের,।
চায়ের দোকানে দোকানির চোখে স্বপ্ন
দিন বদলাবে, মানুষের চায়ের নেশা বাড়বে।
,
চলন্তিকা আমার বহু দিনের সাধ গাছ হব
বিশাল আকাশ ঢাকা।
যখন তোমার চোখ ভেসে ওঠে দুপুর রোদে সবুজের ঝিলিকে
আমি গাছের ভাষা বোঝার চেষ্টা করি।
শুনতে পাই তোমার রাত জাগা চোখ
চোখের কাজলে থেবড়ে থামে সেই বিনুনী বাঁধা মেয়েটা।
আচ্ছা সময় কি এমন বদলায়,
শহরের ঘরগুলো বড় ছোট মস্ত হবার জন্য।
,
আমার একটা বাড়ির সাধ বহুদিনের
সমুদ্রের ধারে বালির নয় মনের।
সময়ের শহরে লেখা অন্ধকার প্রতিশ্রুতি
কাগজে কলমে সবটাই সামাজিক নিয়মব্রত।
বালি ঘড়ির স্বপ্ন সময় থামুক
আমরা না হয় খানিকটা আদিম হয়ে যাই।
Saturday, June 9, 2018
আদিম
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment