Saturday, June 9, 2018

আদিম

আদিম
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার গাড়ী কেনার সাধ
মানুষের মত,মস্ত মানুষ।
সময়ের গায়ে আঙুল দিয়ে লেখা ধুলো জমা শহর
আসলে মানুষের,।
চায়ের দোকানে দোকানির চোখে স্বপ্ন
দিন বদলাবে, মানুষের চায়ের নেশা বাড়বে।
,
চলন্তিকা আমার বহু দিনের সাধ গাছ হব
বিশাল আকাশ ঢাকা।
যখন তোমার চোখ ভেসে ওঠে দুপুর রোদে সবুজের ঝিলিকে
আমি গাছের ভাষা বোঝার চেষ্টা করি।
শুনতে পাই তোমার রাত জাগা চোখ
চোখের কাজলে থেবড়ে থামে সেই বিনুনী বাঁধা মেয়েটা।
আচ্ছা সময় কি এমন বদলায়,
শহরের ঘরগুলো বড় ছোট মস্ত হবার জন্য।
,
আমার একটা বাড়ির সাধ বহুদিনের
সমুদ্রের ধারে বালির নয় মনের।
সময়ের শহরে লেখা অন্ধকার প্রতিশ্রুতি
কাগজে কলমে সবটাই সামাজিক নিয়মব্রত।
বালি ঘড়ির স্বপ্ন সময় থামুক
আমরা না হয় খানিকটা আদিম হয়ে যাই।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...