শিকড়
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,, ,,,,,,,,,,,,
মনে হয় তুমি আমার জন্যেই জন্মেছো
মনে হয় তোমার জন্মে পা দিয়ে শিকড়শুদ্ধু অধিকার।
,
যেখানেই আমি থাকি,যেন ছায়া
যেন কোন প্রাচীন অহংকার যা আমাতে লেপ্টে থাকে।
হাজারো বছরের সুর,যেন ধামসামাদল
আমার শরীর বেয়ে ঘাম, যেম তোমারি গন্ধ।
,
মনে হয় তুমি রোমান কোন ভাস্কর্য
মনে হয় আমি শিল্পী, যে শুধু পাথর ভাঙতে ভালোবাসে।
,
যে শব্দগুলো তোমার বর্ননায় প্রয়োজন সেগুলো সব পিঁপড়ে
যা শুধু আমার মস্তিষ্কে ঘোর ছড়ায়।
তোমার মোলায়েম হাসি, লিপস্টিক ঠোঁট
যেন স্বপ্ন চোখ, বকরবকর শুধু আমায় আদর করতে থাকে।
,
মনে হয় তুমি শুধু আমার জন্যই মরতে পারো
কারন আমার মৃত্যু ফসিলেও তোমার দাগ লেগে আছে।
Sunday, June 24, 2018
শিকড়
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment