Saturday, June 30, 2018

চোখ

চোখ
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার চোখের পাশে বসে আছি
আজ এতগুলো শতাব্দী শেষেও আমি ডুবে আছি।
চোখের কাজলে লেগে আছে
নিরিবিলি না বলা,অনিদ্রার স্বপ্ন।
,
যে চোখকে আমি মৃত্যু বলে ডাকি
যে চোখে আমি স্বপ্ন শতাব্দী জড়িয়ে বাঁচা।
অনুরণন
কি যেন একটা শহর লুকিয়ে ও চোখে।
আমি আমার নিরিবিলি বাঁচাটুকু
পুড়িয়ে দিয়েছি ও চোখে।
শহর গুড়িয়ে সময়ের পারদে নিরর্ভিক ভিখারী
পদবীহীন কোন অক্লান্ত তৃষ্ণা।,
,
তোমার চোখের পাশে বসে আছি
সারাবেলা খিদা তৃষ্ণাহীন কোন নিশ্বাসের অনুভুতি।
চোখের আলোতে লেগে আছে জীবন
উতলে ওঠা গভীরতা আমার বুকে আগুন।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...