চোখ
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার চোখের পাশে বসে আছি
আজ এতগুলো শতাব্দী শেষেও আমি ডুবে আছি।
চোখের কাজলে লেগে আছে
নিরিবিলি না বলা,অনিদ্রার স্বপ্ন।
,
যে চোখকে আমি মৃত্যু বলে ডাকি
যে চোখে আমি স্বপ্ন শতাব্দী জড়িয়ে বাঁচা।
অনুরণন
কি যেন একটা শহর লুকিয়ে ও চোখে।
আমি আমার নিরিবিলি বাঁচাটুকু
পুড়িয়ে দিয়েছি ও চোখে।
শহর গুড়িয়ে সময়ের পারদে নিরর্ভিক ভিখারী
পদবীহীন কোন অক্লান্ত তৃষ্ণা।,
,
তোমার চোখের পাশে বসে আছি
সারাবেলা খিদা তৃষ্ণাহীন কোন নিশ্বাসের অনুভুতি।
চোখের আলোতে লেগে আছে জীবন
উতলে ওঠা গভীরতা আমার বুকে আগুন।
Saturday, June 30, 2018
চোখ
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment