Saturday, June 30, 2018

চোখ

চোখ
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার চোখের পাশে বসে আছি
আজ এতগুলো শতাব্দী শেষেও আমি ডুবে আছি।
চোখের কাজলে লেগে আছে
নিরিবিলি না বলা,অনিদ্রার স্বপ্ন।
,
যে চোখকে আমি মৃত্যু বলে ডাকি
যে চোখে আমি স্বপ্ন শতাব্দী জড়িয়ে বাঁচা।
অনুরণন
কি যেন একটা শহর লুকিয়ে ও চোখে।
আমি আমার নিরিবিলি বাঁচাটুকু
পুড়িয়ে দিয়েছি ও চোখে।
শহর গুড়িয়ে সময়ের পারদে নিরর্ভিক ভিখারী
পদবীহীন কোন অক্লান্ত তৃষ্ণা।,
,
তোমার চোখের পাশে বসে আছি
সারাবেলা খিদা তৃষ্ণাহীন কোন নিশ্বাসের অনুভুতি।
চোখের আলোতে লেগে আছে জীবন
উতলে ওঠা গভীরতা আমার বুকে আগুন।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...