Wednesday, July 10, 2019

বরফকুঁচি

বরফকুঁচি
....... ঋষি
==========================================
অনেকটা হারিয়ে আবার শুরু
পর্বতপ্রাচীন রোগ চুল ছেঁড়া আকুতি হারানো শোক।
দুই পাশে দহন,মাঝখানে বরফকুঁচি
চিরকাল প্রেম শব্দটা একটা বেহায়া ,আহারে  টাইপের।

নতুন  আকাশ
পুরোনো মেঘ ভাবাবেগে রুপোলি গিটার বাজিয়ে চলে ব্যাকগ্রাউন্ডে।
সময়ের ফাটলে আটকে থাকা ধ্রুবতারা
আজ সত্যি দূরে মনে হয়।
বুক ফাটলে আজ অবধি কোনো শব্দ হয় নি
যত শব্দ অমলিন দৈনন্দিন বেঁচে থাকায়।
আমার কাছে প্রেম শব্দটা অমরত্বের
আসলে বাঁচবার কিছু কারণ দরকার বরাবর একলা শহরে,
যেখানে একলা বৃষ্টিতে ভেজা যায়
অথচ কেন জানি একলা বৃষ্টি দেখা যায় না।
অনিত্যের হাতছানি
পিছন ফিরে দেখা অজস্র মুখ ,অথচ বারংবার ভুল
মন বড় একলা সময়ের দরবারে।

অনেকদিনের পরে আবার ফিরে আসা
চেনা দরজায় লাগানো পুরোনো তালাটা বড় বেশি একলা করে।
ওইযে মাঝখানে বরফকুঁচি ,উত্তাপে প্রেম
ফুরিয়ে যায় ,হারিয়ে যায় মানুষের বানানো কারণের কাছে।
  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...