বৃষ্টির শব্দ
........... ঋষি
===========================================
সারারাত বৃষ্টি
কাঁচের জানলার উপর হাতের ছাপ তোমার ,আমার।
আমি শব্দদের সাথে প্রেমে মগ্ন
তোমার বালিশ দূরত্বে শুয়ে আছে সামাজিকতা আর সম্পর্ক।
ইতিহাস মরে গেলে শুকনো কাগজের টুকরো
আর শহরের রাস্তায় বাড়তে থাকা আবর্জনা।
.
বৃষ্টির শব্দ
চোখের পাতায় লেগে আছে কিছু ফটোফ্রেম আর স্বপ্ন।
স্বপ্নের মৃত্যু হলে কোনো শব্দ হয় না
শুধু হঠাৎ বৃষ্টি লেগে যায় বেঁচে থাকায়।
বড় অদ্ভুত হলো আমি এখন বৃষ্টির ভাষা বুঝতে পারি
রাত্রিবেলার ভাষাও বুঝতে পারি ,
শুধু বুঝতে পারি না সামাজিক ভাষা।
রাত্রি আসে নিঃশব্দে ,এগিয়ে নিয়ে যায় আরো অন্ধকারে নিয়ম করে
বাইরে ঝড় ওঠে ,ভিতরে বৃষ্টি ,
আমি বৃষ্টির শব্দে নিজেকে খুঁজতে থাকি
আর কখন যেন ভিজে যাই।
সারারাত বৃষ্টি
কাঁচের জানলার দুইপাড়ে আমরা দাঁড়িয়ে কোনো অধিকার।
অধিকার শব্দটা যতটা সামাজিক ,ততটাই গভীর
কিন্তু আমরা কেউ চিৎকার করতে পারি না সময়ের কাছে।
চিৎকার করি অনুরণনে
বৃষ্টির শব্দ।
No comments:
Post a Comment