Wednesday, July 3, 2019

অশরীরী


অশরীরী
..... ঋষি
===================================
আমরা দুজন একই শহরে আছি
খাচ্ছিদাচ্ছি,সময় কাটাচ্ছি হিসেবের গোলমেলে সময়ে।
বেশ কাটছে ,সামনে অনেকটা হাঁটা পথ
উঠছি ,পড়ছি ,হাঁপাচ্ছি ,
কিন্তু হাঁটতে ভুলছি না।

আমরা দুজন একই যুদ্ধ লড়ছি নিজের মতো করে
কাউকে বলার কিছু নেই
কাউকে এই যুদ্ধে প্রয়োজন পরে না।
শুধু রাত্রি জেগে থাকে এই বুকে
প্রতিদিন ,প্রতি মুহূর্তে তিলতিল করে গড়ে ওঠে স্বপ্নরা অশরীরী ।
প্রতিদিন উল্টে যাচ্ছে ক্যালেন্ডারের সময়
তাতে আঁকিবুঁকি টানা অপেক্ষারা প্রহরীর কোনো আদিমতার।
তুমি জানো ,আমি জানি
আমাদের ক্লান্ত হতে নেই ,নেই হাঁপাতে ,
শুধু পথ চলতে
চির

থি

আমরা।

.
আমরা দুজনে একই শহরের পথে
হেঁটে চলেছি কোনো অসীম গন্তব্যের খোঁজে।
শুধু সময় ছেড়ে যাচ্ছে একের পর জীবনের ফলক
কখনো সম্পর্কের নাম ,কখনো স্তব্ধতায়
তবু আমরা জীবিত এখনো। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...