Friday, July 26, 2019

কফিন


কফিন
................... ঋষি
===========================================
স্বপ্নরা ছেঁড়া তুলোর মতো যদি কোনোদিন বৃষ্টি হয়ে নামে
যদি কোনদিন ভুল মনে হয়
...........................................বেঁচে থাকা।
কি করবি ?

অজস্র কথন ,অজস্র আকাশ ,পোশাকি নীল রং
সময়ের সন্ধান।
স্বপ্ন ছিঁড়তে ছিঁড়তে কখন যেন সময়ের ডাস্টবিন ভরে ওঠে
ভরে ওঠে উথলে ওঠা সময়ের রং ,
লালচে আকাশ।
যদি বৃষ্টি আসে ভিজবি তো ?

নিজস্বতায় শহর হেঁটে চলে দুপুরের  রোদ মেখে
ঘামের গন্ধে ফুটে ওঠে তোর স্পর্শ।
ঠোঁটের দাগ লেগে আছে ঠোঁটে ,বুকের স্কেলিটনে স্পর্শর
কষ্ট হয় রাত  হলে।
রাত নামলেই আমি  ক্লীবত্ব বুঝতে পারি তার
দেখি কিভাবে একটি হাড়-মাস ভালোবাসা
কফিনের নিচে
ঘুমিয়ে পড়ে ।

স্বপ্নগুলো এইভাবে কখন যেন দেখা যায় তোর চোখের কাজলে
লেপ্টে থাকে অনবরত রোমন্থন,
বেঁচে আছি মনে হয় কি বল ,
এইবার ?

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...