Tuesday, July 30, 2019

গন্ধ


গন্ধ
....... ঋষি
==============================================
কবিতা জন্মাচ্ছে
মরে যাচ্ছে শরীর ,শরীরের নিঃশ্বাসে বিষ।
ক্রমশ ম্রিয়মান গ্যালাক্সি ক্রমশ হারিয়ে চলেছে সভ্যতার ভিতর
গ্যালাক্সি থেকে সভ্যতার  গন্ধ।
পুরোনো  মার্বেল কিংবা পুতুলের মায়ায় যেমন  একটা স্বপ্নের গন্ধ 
সুবিশাল মিল্কিপথ থেকে উঠে আসছে তোমার
ঘুমজড়ানো বুকের গন্ধ।

ঘুমোনো সভ্যতা
তোমার শরীর থেকে  উঠে আসছে,  আসন্ন শরতের খুশী মেঘ
 আর কাশফুলের।
সাড়ে চারশো গ্যালাক্সির  পর আমরা যেখানে কেউ নেই
আমাদের সকল ভাষার মৃতদেহ,
তখন তোমার অভিমান শুধু একটা গন্ধ
সময় খুঁজে চলার।

কবিতা জন্মাচ্ছে
তোমার  রাত জাগার গন্ধটা ক্রমশ জড়িয়ে ধরছে আমায়।
মুঠোবন্দি এপ্লিকেশনে যেখানে শরীর ভিজছে কামার্ততায়
সেখানে তোমাকে নিয়মিত খুঁজে পাওয়া ,
ব্যস্ততা
গ্যালাক্সির
 অভ্যেসে।
তুলতুলে স্তন ,আরো গভীরে মৃত বীর্যের যন্ত্রণারা শরীর খুঁজছে
 হৃদপিন্ড থেকে বেরিয়ে আসছে অক্টোপাসের কিলবিলে হাত
তোমাকে জড়াচ্ছে কবিতায় চেনা আঁশটে গন্ধে ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...