Saturday, July 27, 2019

আদর

আদর
........... ঋষি
=====================================
তোর ঠোঁটে ঠোঁট ঘষে তুলে নেবো
ইচ্ছে রং।
লিপস্টিক লেগে যাক শরীরে ,বুকে ,সময়ে ,সভ্যতায়
হাসুক এক বুক  আদর সময়ের পাতায়।

ঠিক এমনি কিছু লিখতে চেয়েছি
হয়তো ছুঁয়ে যাওয়া আদরের তিলে  কিছু অব্যক্ত লিখতে চেয়েছি।
মানুষ খুঁজছে মানুষ
সভ্যতার আদলে হৃদয় খুঁজছে মৃত্যু।
এটা মৃত্যুর দেশ না
এ সব তত্ব কথা মাথায় ঢোকে না ,ঢোকে না সময়ের মানে।
শুধু কেমন যেন তোর মত কেউ কানে কানে বলে
আমার শরীরে অনেক তিল
একটু ছুঁয়ে দিবি ?
এক বার আদর করে ডাকবি আমায়
আদর বলে।

ইচ্ছে রং ছড়িয়ে পড়ছে আমার কবিতায়
ঠিক যেন লিপস্টিক ঠোঁট।
কাল স্বপ্নে এলোমেলো হেঁটেছি সারা রাত
তুই বলেছিস অপেক্ষা ,আমি আদরে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...