শেওলা
...... ঋষি
======================================
নেশায় মাতাল
অনির্দিষ্ট কোনো সময়ের সওয়ার জীবন।
এগিয়ে যাচ্ছে যতটা ,ঠিক ততটা পিছিয়ে শুরু হচ্ছে যাত্রা,
অনির্দিষ্ট কোনো সময়ের সাগর
তুমি ,আমি সমুদ্রের শেওলা ,হাজার বছরের প্রতীক্ষা
ঠুকরে খাচ্ছে সময়।
.
সময়ের ভিতর ডুবে যাচ্ছে ডুব সমুদ্র কোনো অসীম ঘুম
সাবলীল জীবনের বাইরে ঘরে ফেরা।
ঘরের ভিতর ঘর ,ছাদহীন কোনো বিশাল পৃথিবী
আমাদের বাড়ি।
তোমার আঙ্গুল গড়িয়ে নামছে ঋতুবদল
এখন বৃষ্টি ,তারপর শীত ,তারপর ...........
.
তোমার ঘামের গন্ধ ,অসম বন্টন
বিলুপ্তপ্রায় প্রেম সে যেন দীর্ঘশ্বাস সমসাময়িক নিরুপায়তায়।
দুর্বলতা যদি থাকে
সে যে শুধু তোমার চোখে বেঁচে ফেরা আমার নেশায়।
বাকিটা ঘুমহীন মাছের দেশে
আমার শেওলা লাগানো হৃদয়।
...... ঋষি
======================================
নেশায় মাতাল
অনির্দিষ্ট কোনো সময়ের সওয়ার জীবন।
এগিয়ে যাচ্ছে যতটা ,ঠিক ততটা পিছিয়ে শুরু হচ্ছে যাত্রা,
অনির্দিষ্ট কোনো সময়ের সাগর
তুমি ,আমি সমুদ্রের শেওলা ,হাজার বছরের প্রতীক্ষা
ঠুকরে খাচ্ছে সময়।
.
সময়ের ভিতর ডুবে যাচ্ছে ডুব সমুদ্র কোনো অসীম ঘুম
সাবলীল জীবনের বাইরে ঘরে ফেরা।
ঘরের ভিতর ঘর ,ছাদহীন কোনো বিশাল পৃথিবী
আমাদের বাড়ি।
তোমার আঙ্গুল গড়িয়ে নামছে ঋতুবদল
এখন বৃষ্টি ,তারপর শীত ,তারপর ...........
.
তোমার ঘামের গন্ধ ,অসম বন্টন
বিলুপ্তপ্রায় প্রেম সে যেন দীর্ঘশ্বাস সমসাময়িক নিরুপায়তায়।
দুর্বলতা যদি থাকে
সে যে শুধু তোমার চোখে বেঁচে ফেরা আমার নেশায়।
বাকিটা ঘুমহীন মাছের দেশে
আমার শেওলা লাগানো হৃদয়।
No comments:
Post a Comment