Wednesday, July 3, 2019

গোলাপীর সাথে কথোপকথন

গোলাপীর সাথে কথোপকথন
..... ঋষি
=========================================
চুলে হালকা সাদা পাক ,মধ্যবয়স্ক
আবার এই সব কথা কেন।
আমার গোলাপি রংটা বেশ লাগে ,বেশ লাগে গোলাপী নামটা
একটু অদ্ভুত না ,
না ,মোটেও না  তুমি লক্ষ্মী মেয়ে নও গোলাপী,
হ্যা গালে একটা সুন্দর টোল পরে বটে ।
.
আচ্ছা তোমার বুকে একটা পোড়া দাগ আছে না
কি মুশকিল ,বাজে প্রশ্ন।
অভিমানের কাগজ কুচোনো ,পুড়েছে মন ,ধোঁয়াশা
ধুস এখন শীতকাল নাকি।
আচ্ছা তোমার শহরে বৃষ্টি হয় ,কিংবা বৃষ্টির ছাট তোমার চোখে
আমি দেখেছি ,
মুন্ডু।
হাসছো কেন,
 জানো আমার কলকাতার ট্রাম ভালো লাগে
ভালো লাগে ফিরে যেতে সাদা কালো ,ষাটের দশকে ,
ধুস বুড়ো একটা।
তুমি জিততে ভালোবাসো ,দাগগুলো কতটা যত্নে তোমার
আবোলতাবোল তাই না গোলাপী।

ঠিক ধরেছি তুমি লক্ষী মেয়ে নও গোলাপী
তবুও তুমি সময় করে জীবনানন্দ পড়ো ,হয়তো বনলতা।
অনেক বছর হলো আমি সমুদ্র দেখি নি
শুধু ইট ,কাঠ পাথরের শহরে অনেকটা অবিশ্বাস।
আবার বাজে কথা হবে, আজ আসি
জানি তুমি কি ভাবছো ,মিথ্যাচার আর মীরের গল্প।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...