Saturday, July 13, 2019

মুখভার

মুখভার
.... ঋষি
====================================
কেউ কারো চোখের দিকে তাকাইনি
বহুদিন বৃষ্টিতে ভিজেছি। অথচ নিজেদের ভেজাইনি।

গল্পগুলো এমন হয়
একটা আলোর ভোর কিংবা অন্ধকার রাত
ধুলো-ওড়া দুপুর হারিয়ে গেল সহসা মুখভার আকাশে ,
অথচ আমরা কেউ কারো চোখের দিকে তাকাইনি।

বৃষ্টি হয় নি কাল ,হয় নি আজ
তবু চিরকাল ,
কোনো অযাচিত শহরে নিজের পদক্ষেপে খুঁজতে থাকা ভালো থাকা।
সময়ে ট্রেন ছেড়ে যায় স্টেশন ,কিংবা চেনা বাসস্টপ
অচেনা সময়ে ,অযাচিত বিদায়।

এই গল্পে কোনো নারী নেই ,নেই পুরুষ
শুধু আছে প্রেম।
উপছে  ওঠা নেশার আদলে মন কেমন ,কেমন মুখভার সময়।
লুকোনো প্রেম কখনো তাকিয়ে দেখে না চোখের গভীরে
শুধু মন খোঁজে ভাঙাকাঁচের চূড়ি, সেলোফেন খোসা, পুরোনো লেখা চিঠি
আর প্রেমের একটা প্রকৃত স্পর্শ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...