Wednesday, July 3, 2019

মজার পৃথিবী

মজার পৃথিবী
.... ঋষি
==========================================
অস্থির সময়
আরো অস্থির মানুষের দৈনন্দিন জীবনযাপন।
তবে পৃথিবী আজও জন্ম নিরেপেক্ষ
অসংখ্য বাজে বিভাজন ধর্ম ,মানসিকতা ,হিংস্রতা। 
তবুও পৃথবী আজও মানুষের বাসযোগ্য
স্বর্গেও তো সবসময় লীলাক্ষেত্র নয়। 

ভাবুন তো
সকালের প্রথম আলো ,নতুন সূর্য ,
নতুন জন্মের মুখে সেই স্বচ্ছ হাসিটা।
সমুদ্রের গম্ভীর রূপ ,পাহাড়ের বিশালতা ,মরুভূমির তৃষ্ণার্ততা
জঙ্গলের আদিমতা ,ঋতু বদলের সুখ
'সবমিলিয়ে বেশ একটা জমকালো মজার পৃথিবী।

আপনি উপভোগ করছেন ?
হাজারো উত্তর ,হাজারো জটলা ,হাজারো ভাবনা ,
তবু বাঁচতে তো সকলেই চাই আমরা।
বদলানো পৃথিবীর বিভাজনে গ্লোবালাইজেশন ,সোশালাইজেশন
ফুরিয়ে যাওয়া মোমবাতি ,বিশাল বাতিস্তম্ভ ,
বাড়তে থাকা প্রকৃতির তেজ ,জল কষ্ট ,মন কষ্ট ,নির্যাতন ,
সবই আছে
তবুও কোথাও একটা মজা আছে বেঁচে থাকার। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...