Wednesday, July 31, 2019

ঘর

ঘর
..... ঋষি
=======================================
আমাদের ঘরগুলো খালি চিরদিন
ছুট দরজার বাইরে আকাশ ধরার লোভ।
যে যেখানে আছি
ঠিক সেখান থেকে আমরা দূরে একফালি   রৌদ্র এসে পরে
সময়ের অন্ধকারে নিঃশ্বাসের প্রতিবেশী ঘর
বাঁচার আশ্বাস।

শহর পেরিয়ে ,কিংবা গ্রাম পেরিয়ে
আমাদের ঘরগুলো সময়ের বাইরে বিভিন্ন গড়নের দেখতে।
এখানে শব্দ কিছু নেই
আছে পাতা ঝরা বিকেল ,হঠাৎ ঝড়,উদ্রেক বিষন্নতা
আর একা থাকা।
আসলে আমাদের একা থাকাগুলো এক একটা উপন্যাস
যার পাতায় পাতায় মুহূর্তগুলো আলাদা
কিন্তু অনুভূতি এক।
অনুভূতি সে যে সেই আকাশের পাখি
হঠাৎ উড়ে  এসে জুড়ে বসা সময়ের মতো
কিংবা
ধোঁয়ার মতো কিছু
ছোঁয়ার উপায় নেই।

আমাদের ঘরগুলো খালি চিরকাল
শুধু লোভ বুকের দেরাজে রাখা কিছু অগোচালো স্বপ্নের
কিংবা সেই নীল রঙের রংমশালের।
রংমশাল হাজারো রঙের বন্যা অনুভূতিদের ঘর
যা শুধু খালি চিরকাল
মুহূর্ত জড়িয়ে।   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...