Saturday, July 6, 2019

গোলাপীর অভিমান


গোলাপীর অভিমান
......  ঋষি
=======================================
খানিকটা অভিমান ,অনেকটা পোড়া দাগ তোর বুকে
গোলাপী সমুদ্রের বুকে শুয়ে তোর আকাশ।
প্রেম ,অপ্রেমে
ছুঁয়ে থাকা বিশ্বাসে কিছু গল্প অজ্ঞাতবাসে।
জানিস তো কাছের মানুষগুলো কখন যেন ভীষণ অচেনা
ভীষণ একলা সময় সময়। 
.
বললি না তো তোর চুমুদের কথা
শুধু জানা হলো না কেন  তোর লুকোনো  কবিতারা এত  অদ্ভুত।
বহুদিন হয়ে গেল সেই ঝাল মুড়িওয়ালা
তোর বাড়ির কাছে আসে নি।
শুধু যুদ্ধ
কতদিন তুই নিয়মের  মাদুলি গলায় ঝুলিয়ে রেখেছিস
কিন্তু স্বর্ণযুগ ফিরে এলো কি ?
জানি তুই হাসছিস
ভাবছিস উপন্যাসের প্রথম পর্বে  এমন করে কেউ নগ্নতা লেখে  ?
আসলে কি জানিস প্রতিটা  মানুষ জামার কলারে সময়ের জঙ্গল থাকে
আর সেই জঙ্গলে লুকোনো থাকে কিছু প্রিয় মুখ।
কবে তুই শেষ হেঁটেছিস তোর প্রেমিকের সাথে
ভেবেছিস কখনো, সেটা কি আদৌ কোন প্রেম ছিল।
.
খানিকটা অভিমান ,খানিকটা পোড়া দাগ তোর গভীরতায়
সিগারেটের জমানো ছাই ,কিছু চিতাভস্ম।
জানিস তো সূর্যের ভিতরে শুয়ে থাকা অভ্যেস প্রত্যেক মানুষের আছে
ঐশ্বরিক জরায়ুর খোঁজে শৈশব মৃত এই সমাজে।
আসলে মানুষ  শুধু কোন প্রজন্মের সময় লেখে
কিন্তু অদ্ভুত আমি লিখছি তোর পুড়ে যাওয়ার কথা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...