Saturday, July 20, 2019

অভ্যেস


অভ্যেস
..... ঋষি
=================================
অভ্যেস নিজস্বতা  বদলের আয়না
সময়ের স্কেলিটনে মরচে  পরা দাগ
পুরোনো অভ্যেস।
.
জামা বদলানো ,সময়ের জামায় হাওয়ার আসা যাওয়া কম
হাত গোটানো ,নিকোটিন চুমুতে
পুরোনো অভ্যেস।
.
জানলার পর্দা ,দক্ষিণের হাওয়ায় নিজস্ব ভঙ্গিমায়
নগ্ন হেমলক , অভিসম্পাত জৈবিক  দাগ
পুরোনো অভ্যেস
.
শহরের চূড়ায় একলা দাঁড়িয়ে অন্ধকার আকাশ
চিৎকার খুঁজছে নিজস্বতায় প্রাক্তন নিশ্বাস
পুরোনো অভ্যেস।
.
সবটা সাজানো ,যেমন অভ্যেস
কিছু কথা শুধু কাগজ কুচোনো সারি দেওয়া মুহূর্ত
পুরোনো অভ্যেস 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...