Friday, July 26, 2019

পিরামিড

পিরামিড
........ ঋষি
=================================
গতজন্ম থেকে বোধহয় আমি ঘুমিয়ে আছি
শুধু এই শরীরটা জেগে ,
সেও কতকাল।
.
নিঃশ্বাসের বিষয়ে লেগে থাকা গতজন্মের পাপ
অভুক্ত বিশ্বাস,
কিন্তু আজকাল আবার বিশ্বাস করতে ইচ্ছে করে নিজেকে
কালো জন্মের ফারাওর শরীর ছেড়ে
যদি জেগে উঠি।
.
শহর পেরিয়ে গ্রাম ,অন্ধকারে ক্রমশ ঢাকা একটা সভ্যতা
স্বপ্নে নীলনদের জল স্পর্শ করে ,
ক্লিওপেট্রা খোঁজে।
................ হয়তো খুঁজে নিতে চায়  নীল মৃত্যু
কোনো নীল অর্থের ভিতর থেকে কিছু অদ্ভুত তীর
ছুটে আসে
ছুঁতে আসে বিশ্বাস।
.
চলন্তিকা সব সত্যি ,সব মিথ্যা ,সব অগোছালো এক উন্মাদ
যে ছুটে চলেছে তোমার দিকে
খুঁড়ে চলেছে কবর পিরামিড বুকে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...