Friday, July 26, 2019

পিরামিড

পিরামিড
........ ঋষি
=================================
গতজন্ম থেকে বোধহয় আমি ঘুমিয়ে আছি
শুধু এই শরীরটা জেগে ,
সেও কতকাল।
.
নিঃশ্বাসের বিষয়ে লেগে থাকা গতজন্মের পাপ
অভুক্ত বিশ্বাস,
কিন্তু আজকাল আবার বিশ্বাস করতে ইচ্ছে করে নিজেকে
কালো জন্মের ফারাওর শরীর ছেড়ে
যদি জেগে উঠি।
.
শহর পেরিয়ে গ্রাম ,অন্ধকারে ক্রমশ ঢাকা একটা সভ্যতা
স্বপ্নে নীলনদের জল স্পর্শ করে ,
ক্লিওপেট্রা খোঁজে।
................ হয়তো খুঁজে নিতে চায়  নীল মৃত্যু
কোনো নীল অর্থের ভিতর থেকে কিছু অদ্ভুত তীর
ছুটে আসে
ছুঁতে আসে বিশ্বাস।
.
চলন্তিকা সব সত্যি ,সব মিথ্যা ,সব অগোছালো এক উন্মাদ
যে ছুটে চলেছে তোমার দিকে
খুঁড়ে চলেছে কবর পিরামিড বুকে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...