Wednesday, July 24, 2019

সত্যি


সত্যি
...... ঋষি
=========================================
আবার একটা গল্প হোক
পরশ মাখা নতুন ভোরের ঈশ্বর
সত্যি।

ঘর ছাড়া আনন্দরা নিজের মতো শহর মাতালো
স্পর্শ গড়িয়ে নামুক শরীরে
এইবারে তো বৃষ্টি আসুক নিজস্ব সফরে আসা ,যাওয়া ক্লান্তি।
গোলাপি একবার ঈশ্বর হয়ে দেখ
দেখ একবার সময়ের বুকে আলতা পায়ে ফেলে আসা সময়।
সবটাই সাংঘাতিক
শুধু আমি ,তুই মানুষ ,ভুল করি তাই।
লিখে ফেলি বারংবার সময়ের কবিতায় প্রেম
আর প্রেমের কবিতায় নিজেদের।
ঠিক যেমন করে ঘরের ভিতর ঘর ,সময়ের ভিতর উদ্রেক
বেঁচে আছি ভুলতে চাই।

আবার একটা গল্প হোক
মানুষ মাখুক সময় ,মানুষের কবিতায়
সত্যি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...