Friday, July 5, 2019

True never dies


For a woman he would never know
For a woman he could never have
He should change the world forever ......
Coz true never dies.

.
ফ্রানসেসকো পেত্রাক
নিরিবিলিতে  প্রেম শব্দটা ঘুরে মরে নিজের গভীরে,
শতাব্দী বদলায়
বদলায় রেঁনেসা প্রবাদ প্রতিম ধার্মিক
নিজস্ব লেখনীতে প্রেম সর্বদা আকারহীন।
.
আমি কবিতার শব্দতে পেত্রাক কে স্পর্শ করি
স্পর্শ করি লরাকে ,
শতাব্দীর আগুন বোঝে না ,এই ভাবে হত্যা সম্ভব নয় কিছু না পাওয়া।
পুরাতন ফিরে আসে
মনের জানলা খোলা অতৃপ্তি ঘোরে ,ফেরে শহরের বুকে
সে শুরু
তারপর
ক্র


.
সময় বয়ে যায় যেমন বয়ে চলে প্রেম নিরঙ্কুশ কল্পনায়
কে এসেছিল সেদিন ,কে আসে নি
সমস্ত সাময়িক ,প্লেটোনিক পর্যায়।
তবুও আমরা দাঁড়িয়ে আজো একই প্রতীক্ষায়
অজস্র সুখ শুধু হারাতে চায়।
...
.... ঋষি

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...