Friday, July 12, 2019

গোলাপী তোর গল্প

গোলাপী তোর গল্প
.... ঋষি
==================================================
তোকে ভাবলে গোলাপী
কেমন একটা পুরোনো আতরের গন্ধ পাই।
পুরোনো ডাইরিতে লেখা কিছু স্বপ্ন ক্রমশ গলে যাওয়া আইসক্রিম
রসনায় তৃপ্তি  অথচ বাসনায় বিভ্রম।

কোনো একদিন লিখেছিলাম
শরীর পেরিয়ে প্রেম। দর্শকগণ  জানেন  তফাৎ।
মৃদু বাতাস
সঙ্গমের আগে একটা গভীর চুমু দরকার ছিল।
দরকার ছিল খোলা ক্যানভাসে নীল রং ঢেলে একটা আকাশ ব্যাকগ্রাউন্ডে
কিন্তু হঠাৎ স্বপ্ন ভঙ্গ হয় ,ভাঙে আকাশের ঘর
আর তারপর গোলাপী তোর গল্প।
তুই ভাবিস মিলেমিশে থাকবো আকাশের সাথে
বৃষ্টি হয়ে ঝরবো বুকে ,
ঠোঁটে ,ঠোঁট ঘষে লিখবো কবিতা।
কিন্তু নিশ্বাস
সে যে বিশ্বাসঘাতক ঈশ্বরের ঘরে রাখা কিছু দমবন্ধ বাঁচা।

হাজার ফণা মেলে যে শহরে শরীর  জেগে থাকে দিনরাত
গাঢ় ঘুমে যে সময়  নারী ছুঁয়ে যায় তোর  নাভিতে  মিঠা রসস্রোত।
শীততাপ  হেসে ওঠে, যন্ত্রমানুষেরা চায়ের কাঁপে ঠোঁট
সেখানে গোলাপি তোর ঠোঁট শুধু তৃষ্ণা।
বাকিটা আমার কবিতা
তোর গভীরতা ছুঁয়ে হৃদয়ের শেওলা পথে আমার হেঁটে চলা

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...