Wednesday, March 11, 2020

কিছু না থাকার কবিতা



কিছু না থাকার কবিতা
... ঋষি

কি যেন একটা নেই ,কি যেন একটা মৃতপ্রায়
ধবংসের গল্পের শেষে সভ্যতা সৃষ্টি নামক প্রলয়ে মত্ত।
মুঠোফোনের ওপাশে ক্রমাগত বেজে চলা
জিস নাম্বারমে আপ কল কররেহে হ্যা ,ওহ অভি সুইচ অফ হ্যা।
সময়ের গলায় ঘন্টা বাঁধবে কে
বদনামের গলার স্বর
সময় বড় বেশি বেঁচে থাকা নির্ভর।
.
কি যেন একটা সরে গেছে
সময়ের থেকে দূরে পরে থাকা চন্দ্রবিন্দু আকাশের গায়ে।
সর্বনাশে লেখা হয়েছে স্মৃতিনির্ভর হাজারো কথা
ক্রমাগত বিস্ময়
খোলামেলা সম্পর্কের চাবি , অ থেকে অজগর
সবটাই অধিকার
একটা ফুরিয়ে যাওয়ার গল্প লিখছে সময়।
.
ধ্বংসের ঠোঁটে ঠোঁটে ছুঁয়ে থাকা স্মৃতিঘর
সদ্য স্নান সেরে কবিতা একলা টাওয়াল গায়ে চলন্তিকা যেন ,
 নদীর বুকে যতবার ডুব স্নান শব্দদের
উঠে আসে সময়ের মৃতদেহ।
আমার এই কবিতা সমর্পিত অদ্ভুত  অলীক চাওয়া, মৃদু হাওয়া শিশিরের
প্রতিদিন আমার বেঁচে থাকা জানে
ঋণগ্রস্ত বিস্বাদ
জমানো স্মৃতি স্বাদ
শব্দের ঢেউ , অতীতে রেখে যাওয়া কিছু প্রতিশ্রুতি।
আখরোট ঠোঁট থেকে গড়িয়ে নামা বিষন্নতা ,
বিষণ্ণ উষ্ণতা তোমার আঙ্গুল গড়িয়ে নামা ঝড়
চোখ ছলছল
হৃদয় চলন্তিকা শুধু মাত্র তুমি নির্ভর। 

No comments:

Post a Comment

মাংসাশী

. তোমার কোমরের নিচে তিল দেখে  প্রথমেই বোঝা উচিত ছিল আমার তুমিটা শুধু আমার নও , তোমার নবজন্মের আকাশে এক আকাশে এক ঘোর  ঘরের থেকে পরের ঘরে আকাশ...