অন্য সময়ের মানুষ
... ঋষি
.
নিয়তি ভাঙার ভীড়
নিয়তি নাকি শুয়ে আছে এই কবিতায় স্তব্ধতার পাশে,
নিয়তি নাকি শুধু প্রতীক্ষা,
নিয়তি নাকি শুধু বেঁচে থাকা
নিয়তি নাকি শুধু ঘোর অন্ধকারে দেখা দূরে আলোর ফোঁটা।
নিয়তি আকাশের চাঁদ,নিয়তি সূর্য
নিয়তি সকালের ঘুম ভাঙা,নিয়তি রাত্রে ঘুমিয়ে পরা।
.
এতই যদি নিয়তি মানলাম তবে বেঁচে থাকা কেন?
এতই যদি কবিতা ভাবলাম তবে এমন লিখলাম না কেন?
এতই যদি তোমার ছবি আঁকলাম তবে আঁকড়ালাম না কেন?
এতই যদি ভালোবাসলাম তবে বাঁচলাম না কেন?
.
এসব কথা মিথ্যে আজ,
সত্যি করে বলতে গেলে এই পৃথিবীতে বেঁচে থাকাটা একটা আর..ট।
যারা এই আর..ট কে বিশ্বাস করে, যারা বেঁচে থাকে
তারাই এক মাত্র বেঁচে থাকতে পারে,
নাটক করতে পারে, সাজানো নিয়ম মানতে পারে।
কিন্তু অসুবিধা হলো
আমার মতো কিছু হতভাগা আছে যারা নিয়ম মানে না
শুধু নিজের মতো করে নিয়ম তৈরি করে,
সমাজ মানে না, ঈশ্বর মানে না
মানে ইতিহাসকে,মানে সময়ের গভীরে রাখা অনুভুতিটুকু
যারা জানে মানুষ সভ্যতা তৈরি করে
কিন্তু সভ্যতা মানুষকে না।
তারা শুধু হারিয়ে যেতে চায় সবুজ অরণ্যে, নীল দিগন্তে
শুধু সবুজ মাখতে চায়,শুধু ভালোবাসতে চায়
শুধু নিজেকে হারাতে চায় সময়ের মাঝে।
No comments:
Post a Comment