Thursday, March 19, 2020

বসন্তের টুকরো



.
বসন্ত আসেনি কোনদিনও
অথচ এই পোড়া দেশে, এই শহরে শুধু বসন্তের খোঁজ  ।
মাঝে মাঝে মনে হয় বসন্ত একজন  সুন্দরী মেয়ের মতো
যাকে ভেবে বনলতা ,যাকে ভেবে নীরা কিংবা চলন্তিকা ,
শুধু ভাবনাতেই বসন্ত আসে
পিয়ানো বাজায় মানুষের মনের খোঁজে ,মনের মাঝে।
.

.
 আমরা তো নষ্ট সময়ের কাব্য লিখি
কিশোরী চোখের হ্রদে আমাদের মৃতপ্রায় যৌবনকে একলা খুঁজি।
তারপর ক্লান্ত হয়ে
শরীরের উপত্যকায় ঘুমিয়ে পরি কোনো একলা দিনে ,
কারণ সময় মানুষের মনে  দাগ টানে
আর মানুষের স্মৃতিরা বানায় একলা ঘর ।
 .                     
  ৩                                           
.
শিকারি আর হরিণীর মাঝে এক অদ্ভুত মিল
নগ্নতা মুড়ে নিতে ঈশ্বর খোঁজে ফেরে সাধের বাগান ,
বাগানে রজনীগন্ধা।
অথচ মানুষের শোকের মিছিলে নগ্নতা আয়নায়
আয়নার উল্টোপাড়ে
মানুষ নামক জীবটা নিরুপায়।
.

.
বসন্ত তো আসেনি কখনো
শুধু সময় বাঁচে প্রেমিক শহরের রাস্তায় ধুলোবালি মেখে।
মাঝরাতে কুকুর ডেকে ওঠে একলা শহরের গলিতে
আত্মার  আর্তনাদ " বেঁচে থাকা "
শহরের অলিতে গলিতে হুজুগে মানুষ প্রেমের কারণ খোঁজে।
.

.
ক্যানভাস মেলে রাখি রং
আমাদের ভিতরের ঘরে সে আছে স্পর্শের আকাঙ্ক্ষায়।
ক্যানভাস গড়িয়ে নামা গভীর আবেদন
আমাদের মৃত্যুর মতো পরম গন্তব্যের লোভ তার ,
তারপর বারংবার ফিরে যেতে হয় মানুষকে " বসন্তের খোঁজে "।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...