Thursday, March 19, 2020

বসন্তের টুকরো



.
বসন্ত আসেনি কোনদিনও
অথচ এই পোড়া দেশে, এই শহরে শুধু বসন্তের খোঁজ  ।
মাঝে মাঝে মনে হয় বসন্ত একজন  সুন্দরী মেয়ের মতো
যাকে ভেবে বনলতা ,যাকে ভেবে নীরা কিংবা চলন্তিকা ,
শুধু ভাবনাতেই বসন্ত আসে
পিয়ানো বাজায় মানুষের মনের খোঁজে ,মনের মাঝে।
.

.
 আমরা তো নষ্ট সময়ের কাব্য লিখি
কিশোরী চোখের হ্রদে আমাদের মৃতপ্রায় যৌবনকে একলা খুঁজি।
তারপর ক্লান্ত হয়ে
শরীরের উপত্যকায় ঘুমিয়ে পরি কোনো একলা দিনে ,
কারণ সময় মানুষের মনে  দাগ টানে
আর মানুষের স্মৃতিরা বানায় একলা ঘর ।
 .                     
  ৩                                           
.
শিকারি আর হরিণীর মাঝে এক অদ্ভুত মিল
নগ্নতা মুড়ে নিতে ঈশ্বর খোঁজে ফেরে সাধের বাগান ,
বাগানে রজনীগন্ধা।
অথচ মানুষের শোকের মিছিলে নগ্নতা আয়নায়
আয়নার উল্টোপাড়ে
মানুষ নামক জীবটা নিরুপায়।
.

.
বসন্ত তো আসেনি কখনো
শুধু সময় বাঁচে প্রেমিক শহরের রাস্তায় ধুলোবালি মেখে।
মাঝরাতে কুকুর ডেকে ওঠে একলা শহরের গলিতে
আত্মার  আর্তনাদ " বেঁচে থাকা "
শহরের অলিতে গলিতে হুজুগে মানুষ প্রেমের কারণ খোঁজে।
.

.
ক্যানভাস মেলে রাখি রং
আমাদের ভিতরের ঘরে সে আছে স্পর্শের আকাঙ্ক্ষায়।
ক্যানভাস গড়িয়ে নামা গভীর আবেদন
আমাদের মৃত্যুর মতো পরম গন্তব্যের লোভ তার ,
তারপর বারংবার ফিরে যেতে হয় মানুষকে " বসন্তের খোঁজে "।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...