Sunday, March 29, 2020

অ নে ক ক্ষন


অ নে ক  ক্ষন
... ঋষি

অনেকক্ষণ ধরে পেঁচিয়ে নামছি
পেঁচিয়ে নামছি যেন একটা সাপ, যেন একটা প্রশ্নচিনহ,
জড়িয়ে, পিষে কাটতে আসছে  সময়
সময়ের নজরবন্দী, মানুষের পাপ বোধহয়,
আর আমি, তুমি শুধু পাপসিক্ত অহল্যা,
শুধু অপেক্ষা " মুক্তির "।
.
মুক্তি শব্দটা জানো ডিক্সানারি বন্দী একটা ধাঁধাঁ বোধহয়
উত্তর সবাই জানি,
হয়তো পা বাড়াই, খোঁজ,
হয়তো খোলা আকাশে পাখি হয়ে উড়তে চাই
আকাশে ভাসি,মনেতে ভাসি,
ভাসি সময়ের বিপরীতে কোন অন্য আকাশে।
আসলে আমাদের ভেসে থাকা গুলো সাদা কাগজের টুকরো
আচমকা শহরে রক্ত বৃষ্টি হয়ে নামে।
.
বৃষ্টিতে ভেজে সবাই
তুমি, আমি, আমরা আগুনের স্তুপে ঠোঁট রেখে কাটিয়ে ফেলি জীবন,
কাটানোটাই জীবন
কাটানাটোই বাঁচা,
বাকিসব লুকিয়ে বুকের পাঁজরে রাখা " প্রশ্ন চিনহ "
অন্য ভাষায় অপেক্ষা।
আমার মনে হয় অপেক্ষা শব্দটা একটা ম্যাজিক
একটা খোলা নীল আকাশের পাখি,
যে পরিযায়ী হয়ে উড়তে থাকে গ্রামের থেকে শহর
সময়ের থেকে স্রোতে
গা ভাসানো জীবন বাঁচতে থাকে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...