Tuesday, March 17, 2020

গন্তব্য

গন্তব্য
... ঋষি

বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
কয়েকশো সময়ের মৃত্যু যেন ভাবনায় জড়ো বার্ধক্য ,
তাকিয়ে থাকা ডুকরে  ওঠা শহরের পিচরাস্তা
টার্মিনালে অন্ধ সময় বসন্ত যুগের রেজিস্ট্রেশান ভাঙে।
ছুটে যেতে ইচ্ছে করে
শহর ছাড়িয়ে জঙ্গলে ,
কোনো অন্ধকার যুগের পর আলোর খোঁজ।

মাংসের দাম কমতে থাকে
শহরের রাস্তায় বাড়তে থাকে ভালোবাসা নামে কারণের ভাইরাস ,
কৌশলে শহরে বাড়তে থাকে ধুলো
মাংসের পাশে বাড়তে থাকে রাসায়নিক ক্ষিধে দুর্বিনতা।
প্রেমিক কাঁদে
মানুষের জন্য কান্না ফুরিয়ে অনুষ্ঠানে মার্টান রান্না হয় ,
মানুষ কাঁদে
পেট্রোলের মতো প্রেমের বিক্রি চড়া লোভ ,লোকসানে।

বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
অনেকটা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পরা নিস্তব্ধ বিনিদ্র রাত ,
যেন মৃত খোলসের স্মৃতির অন্ধকার অপেক্ষা

ন্ত
ব্য। 
ছুঁয়ে নামা  মৃত আগামী বেঁয়ে  আঁকাবাঁকা শহর
শহরের রাস্তা
ক্লান্তিহীন ,শব্দবহুল কোনো পথগুলো বড় বেশি দূষিত।
দূষিত প্রেম বাতাসে
তাকিয়ে আছে বর্তমান মানুষের দিকে ,
মানুষের প্রেমশব্দে বাসা বেঁধেছি পাখির মৃতদেহ
আখির শরীর পচে বেড়িয়ে আসছে স্ক্যাই স্ক্যাপারে একলা শহর।
 


  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...