গন্তব্য
... ঋষি
বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
কয়েকশো সময়ের মৃত্যু যেন ভাবনায় জড়ো বার্ধক্য ,
তাকিয়ে থাকা ডুকরে ওঠা শহরের পিচরাস্তা
টার্মিনালে অন্ধ সময় বসন্ত যুগের রেজিস্ট্রেশান ভাঙে।
ছুটে যেতে ইচ্ছে করে
শহর ছাড়িয়ে জঙ্গলে ,
কোনো অন্ধকার যুগের পর আলোর খোঁজ।
মাংসের দাম কমতে থাকে
শহরের রাস্তায় বাড়তে থাকে ভালোবাসা নামে কারণের ভাইরাস ,
কৌশলে শহরে বাড়তে থাকে ধুলো
মাংসের পাশে বাড়তে থাকে রাসায়নিক ক্ষিধে দুর্বিনতা।
প্রেমিক কাঁদে
মানুষের জন্য কান্না ফুরিয়ে অনুষ্ঠানে মার্টান রান্না হয় ,
মানুষ কাঁদে
পেট্রোলের মতো প্রেমের বিক্রি চড়া লোভ ,লোকসানে।
বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
অনেকটা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পরা নিস্তব্ধ বিনিদ্র রাত ,
যেন মৃত খোলসের স্মৃতির অন্ধকার অপেক্ষা
গ
ন্ত
ব্য।
ছুঁয়ে নামা মৃত আগামী বেঁয়ে আঁকাবাঁকা শহর
শহরের রাস্তা
ক্লান্তিহীন ,শব্দবহুল কোনো পথগুলো বড় বেশি দূষিত।
দূষিত প্রেম বাতাসে
তাকিয়ে আছে বর্তমান মানুষের দিকে ,
মানুষের প্রেমশব্দে বাসা বেঁধেছি পাখির মৃতদেহ
আখির শরীর পচে বেড়িয়ে আসছে স্ক্যাই স্ক্যাপারে একলা শহর।
... ঋষি
বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
কয়েকশো সময়ের মৃত্যু যেন ভাবনায় জড়ো বার্ধক্য ,
তাকিয়ে থাকা ডুকরে ওঠা শহরের পিচরাস্তা
টার্মিনালে অন্ধ সময় বসন্ত যুগের রেজিস্ট্রেশান ভাঙে।
ছুটে যেতে ইচ্ছে করে
শহর ছাড়িয়ে জঙ্গলে ,
কোনো অন্ধকার যুগের পর আলোর খোঁজ।
মাংসের দাম কমতে থাকে
শহরের রাস্তায় বাড়তে থাকে ভালোবাসা নামে কারণের ভাইরাস ,
কৌশলে শহরে বাড়তে থাকে ধুলো
মাংসের পাশে বাড়তে থাকে রাসায়নিক ক্ষিধে দুর্বিনতা।
প্রেমিক কাঁদে
মানুষের জন্য কান্না ফুরিয়ে অনুষ্ঠানে মার্টান রান্না হয় ,
মানুষ কাঁদে
পেট্রোলের মতো প্রেমের বিক্রি চড়া লোভ ,লোকসানে।
বাসস্ট্যান্ডে দাঁড়ানো মুহূর্ত
অনেকটা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পরা নিস্তব্ধ বিনিদ্র রাত ,
যেন মৃত খোলসের স্মৃতির অন্ধকার অপেক্ষা
গ
ন্ত
ব্য।
ছুঁয়ে নামা মৃত আগামী বেঁয়ে আঁকাবাঁকা শহর
শহরের রাস্তা
ক্লান্তিহীন ,শব্দবহুল কোনো পথগুলো বড় বেশি দূষিত।
দূষিত প্রেম বাতাসে
তাকিয়ে আছে বর্তমান মানুষের দিকে ,
মানুষের প্রেমশব্দে বাসা বেঁধেছি পাখির মৃতদেহ
আখির শরীর পচে বেড়িয়ে আসছে স্ক্যাই স্ক্যাপারে একলা শহর।
No comments:
Post a Comment